বই দ্বারা সমস্যা সমাধান
বই হলো মানুষের প্রকৃত বন্ধু। জীবনে চলার বাঁকে যেখানেই থমকে দাড়াও না কেন বই খুললেই তার প্রকৃত সমাধান পেয়ে যাবে। বই এমন এক বন্ধু যে কখনও কাউকে ছেড়ে চলে যায় না। সর্বদা পাশে থাকে ছায়া হয়ে। যাদের বন্ধুর খুব অভাব তারা বইকে কাছে টেনে নিতে পারেন। কিছু ভাল বই সর্বদা মন ভাল করে দেয়। তাছাড়া বই থেকে আমরা অতীতের অনেক কিছু জানতে পারি। বই চির অমর, সর্বদা জীবন্ত। একটি ভাল বই হাজারটা বাজে বন্ধুর থেকে শ্রেষ্ঠ। অপরপক্ষে একটি বাজে বই চরিত্র ধ্বংসের জন্য যথেষ্ঠ। তাই বই নির্বাচনের ক্ষেত্রে তা খেয়াল রাখতে হবে।
একটি বই পড়া মানে হলো একটি সবুজ বাগানকে পকেটে নিয়ে ঘোরা। - চীনা প্রবাদ
একটি বই পড়া মানে হলো একটি সবুজ বাগানকে পকেটে নিয়ে ঘোরা। - চীনা প্রবাদ
ইন্টারনেট থেকে সংগ্রহকৃতপড়, পড় এবং পড়। - মাও সেতুং |
বই দ্বারা সমস্যা সমাধান
Reviewed by Unknown
on
October 30, 2017
Rating:
No comments: